1. jakariaalfaj@gmail.com : admin2020 :
রবিবার, ১০ জানুয়ারী ২০২১, ১০:৫৯ পূর্বাহ্ন

মূল ধারায় ফেরাতে টেকনাফে হিজড়াদের প্রশিক্ষণ

টেকনাফ ভয়েস ডেস্ক ::
  • আপডেট টাইম :: বৃহস্পতিবার, ২৪ ডিসেম্বর, ২০২০
  • ৯ বার পড়া হয়েছে

টেকনাফ প্রতিনিধি**
সমাজের মূলধারায় ফিরিয়ে আনতে কক্সবাজারের টেকনাফে সপ্তাহব্যাপী হিজড়াদের প্রশিক্ষণ কর্মশালা বৃহস্পতিবার (২৪ ডিসেম্বর) সমাপ্ত হয়েছে। জীবন মান উন্নয়নের লক্ষ্যে উপজেলা প্রশাসন ও মহিলা বিষয়ক অধিদপ্তরের উদ্যোগে ৪০ হিজড়াকে আধুনিক দর্জি বিজ্ঞান (টেইলারিং) প্রশিক্ষণ দেওয়া হয়।
সকালে উপজেলা পরিষদ মিলনায়তনে সমাপনী অনুষ্ঠানে টেকনাফ উপজেলা নির্বাহী অফিসার মো. সাইফুল ইসলাম সভাপতিত্বে প্রধান অতিথির বক্তব্য রাখেন, উপজেলা পরিষদ চেয়ারম্যান নুরুল আলম, বিশেষ অতিথি উপজেলা মহিলা ভাইস চেয়ারম্যান তাহেরা আক্তার মিলি এবং অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা মো. শওকত ইসলাম। এসময় উপস্থিত ছিলেন প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা সিফাত বিন রহমান প্রমুখ।

চেয়ারম্যান নুরুল আলম বলেন, ‘হিজড়ারা আমাদের সমাজেরই অংশ। তাদের আপনারা অবহেলা করবেন না। আমরা তাদের সমাজের মূল ধারায় ফিরিয়ে আনতে চাই। তারা আমাদেরই একজন।’
তিনি আশাবাদ ব্যক্ত করে বলেন, ‘প্রশিক্ষণের ফলে হিজড়ারা নিজ প্রচেষ্টায় ঘুরে দাঁড়াবে। ভবিষ্যতে হিজড়াদের ঘুরে দাঁড়ানোর জন্য সরকারের পক্ষ থেকে সব ধরনের সহায়তা করা হবে।’

ইউএনও মো. সাইফুল ইসলাম বলেন, ‘হিজড়া (তৃতীয় লিঙ্গ) জনগোষ্ঠীরা যাতে সামাজিকভাবে হেয় প্রতিপন্ন না হয়, সে লক্ষ্যে তাদেরকে স্বাবলম্বী করে তোলতে এই উদ্যোগ নেওয়া হয়েছে। বিশেষ করে প্রধানমন্ত্রীর নানামুখী উদ্যোগের কারণে এই জনগোষ্ঠী অন্ধকারজগৎ ফেলে তারা হাঁটতে শিখছেন আলোর পথে। চেষ্টা করছেন স্বাবলম্বী হয়ে উঠতে। তাদের সমাজের আর দশজন মানুষদের মত ভালোবাসার চোখে দেখার আহবান জানায়।’

অনুষ্ঠান শেষে ৪০ জন হিজড়া (তৃতীয় লিঙ্গেদের) সনদ ও কম্বলসহ সেলাই সামগ্রী বিতরণ করা হয়। এর আগে গত ২৪ দিন আধুনিক দর্জি বিজ্ঞান (টেইলারিং) প্রশিক্ষনে অংশ নেয় এসব হিজড়া জনগোষ্টীরা।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2019 teknafvoice
Theme Dwonload From ThemesBazar.Com