টেকনাফ (কক্সবাজার) প্রতিনিধি **
কক্সবাজারের টেকনাফে বিশ্ব মানবাধিকার দিবস পালিত হয়েছে। বৃহস্পতিবার (১৭ ডিসেম্বর) সকালে টেকনাফ উপজেলা মিলয়ানতনে উপজেলা নির্বাহী অফিসার সাইফুল ইসলামের সভাপতিত্বে এ্যক্ট এলায়েন্সের অর্থয়ানে আন্তর্জাতিক উন্নয়ন সংস্থা ইকো কো অপারেশন-বাংলাদেশ-এর উদ্যেগে দিবসটি পালিত হয়। ইকো কো অপারেশন-বাংলাদেশ প্রকল্পের সমন্বয়কারী মো. আবু নাঈমের পরিচালনা সভায় বক্তব্যে রাখেন টেকনাফ উপজেলা নারী ভাইচ চেয়ারম্যান তাহেরা আক্তার মিলি, টেকনাফ মডেল থানার ওসি অপারেশন খোরশেদ আলম, উপজেলা সিনিয়র মৎস্য কর্মকর্তা দেলোয়ার হোসেনসহ অনেকে। এসময় সরকারি-বেসরকারি কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
ইউএনও সাইফুল ইসলাম বলেন, ‘মিয়ানমার থেকে জোরপূর্বক বাস্তুচ্যুত বিপুল সংখ্যক রোহিঙ্গা জনগোষ্ঠীকে আশ্রয় দিয়ে আন্তর্জাতিক পরিমন্ডলে বাংলাদেশ ভূয়সী প্রশংসা অর্জন করেছে। রোহিঙ্গাদের আশ্রয়দানে মানবিক ও দায়িত্বশীল নীতির অনন্য নেতৃত্বের স্বীকৃতি হিসাবে প্রধানমন্ত্রী শেখ হাসিনা ‘মাদার অভ হিউম্যানিটি’ খেতাবে ভূষিত হয়েছেন।
তিনি আশা প্রকাশ করেন, মানবাধিকার সম্পর্কে সচেতনতা বৃদ্ধি এবং মানবাধিকার লংঘনের ঘটনায় ভূক্তভোগীদের প্রতিকার পাওয়ার পথ সুগম করতে জাতীয় মানবাধিকার কমিশনসহ সংশ্লিষ্ট সরকারি-বেসরকারি প্রতিষ্ঠানগুলোর আন্তরিক প্রচেষ্টা ভবিষ্যতেও অব্যাহত রাখতে হবে। প্রাণঘাতী করোনাভাইরাসের প্রাদুর্ভাবের কারণে গোটা বিশ্ব এখন বিপর্যস্ত। করোনা মোকাবেলার সকল প্রচেষ্টার মূল কেন্দ্রবিন্দু মানবাধিকার সুরক্ষা এই প্রত্যয় নিয়ে আমরা আমাদের কার্যক্রম চালিয়ে যাচ্ছি।