সেই মার্চের পর ঘরের মাঠে ফিরেছে আন্তর্জাতিক ফুটবল। ফেরাটা জয় দিয়েই রাঙিয়েছে লাল-সবুজের দল। শুক্রবার নেপালের বিপক্ষে নাবীব নেওয়াজ জীবন এবং মাহবুবুর রহমান সুফিল করেছেন চোখ ধাঁধানো দুটি গোল। গোল দুটি মনে ধরেছে বাংলাদেশ ফুটবল ফেডারেশনের (বাফুফে) সভাপতি কাজী সালাউদ্দিনেরও।
খেলোয়াড়দের পারফরম্যান্সে তৃপ্ত তিনি। সকলের সমর্থন পেলে দেশের ফুটবল শীর্ষ পর্যায়ে যাওয়া সময়ের ব্যপার জানিয়ে শনিবার সালাউদ্দিন বলেছেন, ‘ভালো খেলা হয়েছে। উভয় দলই ভালো খেলেছে। বাংলাদেশ প্রথমার্ধে খুবই ভালো খেলেছে। তবে প্রথমার্ধে আরও দু’একটা গোল হওয়া উচিত ছিল। সালাউদ্দিনের মতে, তপুর হেডটা থেকে গোল পাওয়া উচিত ছিল। ওই মিসের কোন ব্যাখ্যা নেই। এছাড়া করোনা পরবর্তী খেলোয়াড়দের রিকভারি করার সময় দিতে হবে।
তিনি বলেছেন, ‘এরকম ফুটবলই আমরা অনেকদিন ধরে আশা করছিলাম। তবে ফিনিশিং আরও উন্নত হওয়া উচিত। এটার জন্যই তো কোচরা কাজ করছিলেন। তাদের ভালো ফিনিশ করতে হবে। এটা কোচ কিংবা আমি পারবো না। তবে প্রথম এবং দ্বিতীয় দু’টি গোলই মানসম্পন্ন ছিল।’